সংস্কার ছাড়া নির্বাচন হলে জুলাই অভ্যুত্থানের ত্যাগের মূল্য থাকবে না: মাওলানা আব্দুল হক

মাওলানা আব্দুল হক আজাদ
এখন জনপদে
রাজনীতি
0

সংস্কার ছাড়া নির্বাচন হলে জুলাই অভ্যুত্থানের ত্যাগের মূল্য থাকবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ। আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নওগাঁয় বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন এবং সংস্কার দুটোই প্রয়োজন। সংস্কার ছাড়া নির্বাচন হলে জুলাই গণঅভ্যুত্থানে যে ২ হাজার মানুষ রক্ত দিয়েছে এবং ৩০ হাজার আহত হয়েছে তার কোন মূল্য থাকবে না। আমরা সংস্কারের কথা বার বার বলে আসছি।’

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং খুনিদের দৃশ্যমান বিচারের দাবীতে আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) নওগাঁ শহরের মুক্তির মোড় শহিদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ আরে বলেন, ‘ড. মুহাম্মদ ইউনুস সুদখোর। বিদেশি অনুদানে চলে। কিন্তু তারপরও সংস্কারের চেষ্টা করছে। আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতায় থাকলে তাও হতো না। সংস্কার ছাড়া কাউকে ক্ষমতায় যেতে দিবো না। রাষ্ট্র সংস্কারে বার বার রক্ত দিবো না।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আইন তার সঠিক গতিতে চলতে হবে। যদি না হয় দেশে কেয়ামত পর্যন্ত সরকার পরিবর্তন হতে পারে। কিন্তু মানুষের ভাগ্য ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে না।

কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে সরকারি আমলারা তার দলের কর্মীতে পরিণত হয়েছিল। এ কর্মীরা সরকারের বিপক্ষে কিছু বলতে পারতো না। বরং যে সরকারের বিপক্ষে বলেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি করেছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম এর সভাপতিত্ব এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ নাজমুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নওগাঁ-১ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ চৌধুরী, নওগাঁ-২ আসনের মনোনীত প্রার্থী প্রফেসর মো. দেলোয়ার হোসেন। এছাড়াও, নওগাঁ-৩ আসনের মনোনীত প্রার্থী মুফতি মুহাম্মদ নাছির বিন আছগর, নওগাঁ-৪ আসনের মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন, নওগাঁ-৫ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুর রহমান এবং নওগাঁ-৬ আসনের মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলামসহ অন্য বক্তারা বক্তব্য রাখেন।

এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহিদ মিনার চত্বর থেকে একটি গণ-মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দয়ালের মোড়ে গিয়ে শেষ হয়।

ইএ