রেজাউল করিম বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে দল।’ এসময় তিনি নেতাকর্মীদের সকল দন্দ্ব ও প্রতিহিংসা পরিহার করে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান।
তিনি বলেন, ‘দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেজাউল করিম বলেন, ‘আমাকে কেউ প্রতিপক্ষ ভাববেন না আমি দলের জন্য কাজ করতে এসেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আর আমি যদি নির্বাচিত হই তাহলে মাদারীপুর-৩ আসনের মানুষের জন্য নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবো। আমি সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।’
তিনি বলেন, ‘আমরা যদি সত্যকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে সবাইকে সমানভাবে এলাকায় কাজ করার সুযোগ দিতে হবে, যাতে সবাই জনগণের কাছে পৌঁছাতে পারে এবং জনগণও যেন সুযোগ পায় যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার। দল যাকে মনোনয়ন দেবে, আমরা দলের নির্দেশে তার হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।’
আরও পড়ুন:
বিএনপির এ মনোনয়নপ্রত্যাশী বলেন, ‘আমার ওপর কেউ হামলা করলেও আমি তার ওপর কোনো হামলা করে রাজনীতি করতে চাই না। আমি জনগণের কাছে টাকার বিনিময়ে সম্পর্ক গড়ে তুলতে চাই না। আমার সম্পর্ক হবে আদর্শিক এবং কেউ আমার আদর্শে না থাকা মানে এই নয় যে, সে আমার বিরোধী কেউ বা শত্রু। আমি বিরোধী মতকে সম্মান করতে চাই।’
অন্যান্য নেতাদের উদ্দেশে রেজাউল করিম বলেন, ‘দলের দুর্দিনে আমি যেমন পেশা, সমাজিক জীবন ও ব্যক্তি জীবনে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, ঠিক তেমনি খন্দকার মাশুকুর রহমান ও আনিছুর রহমান তালুকদার খোকনও দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমি আওয়ামী লীগের আমলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় নিয়মিত প্রতিবাদ করেছি। দলের দুঃসময়ে আমরা যারা দলের জন্য কাজ করেছি, আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।’
মতবিনিময় সভায় বিএনপির স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।