দেশের মানুষ ওয়ানম্যান-ওয়ান ভোট পদ্ধতি চায়: ড. আবদুল মঈন

নারায়ণগঞ্জ
দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে কথা বলছেন ড. আবদুল মঈন
এখন জনপদে
রাজনীতি
4

দেশের মানুষ ওয়ানম্যান-ওয়ান ভোট পদ্ধতিতে অভ্যস্ত। পিআর পদ্ধতি জনগণের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দেশের মানুষ কোন দলকে ভোট দিয়ে সন্তুষ্ট হতে পারে না। তারা জানতে চায় কাকে ভোট দিচ্ছে।’ এসময় পাহাড়ের উত্তাল পরিস্থিতি নিয়ে ড. আবদুল মঈন খান বলেন, ‘পাহাড়ে ও সমতলে কোনো মানুষে- মানুষে ভেদাভেদ থাকতে পারে না। বিএনপি জনগণের ভেদাভেদ বিশ্বাস করে না।’

এর আগে তিনি দুর্গাপূজা মণ্ডপে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ খান টিপু, পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা সভাপতি শংকর কুমার, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান, ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল সহ দলের নেতাকর্মীরা।

এএইচ