জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় আসতে চায় জামায়াত: গোলাম পরওয়ার

সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
রাজনীতি
0

বিদেশিদের হাত ধরে নয়, জনগণের সমর্থন নিয়েই বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ (সোমবার, ৬ অক্টোবর) আমির জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে বসুন্ধরাস্থ কার্যালয়ে তুরস্কের ফরেন অ্যাফেয়ার্সের ডেপুটি মিনিস্টার এ. বরিস একিঞ্চির নেতৃত্বে তুরস্কের রাষ্ট্রদূতসহ ৪ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষ তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রসঙ্গে জানতে চেয়েছেন প্রতিনিধি দল। চলমান সংস্কারে রাজনৈতিক দলগুলো সম্মত হলে ফেব্রুয়ারিতে বাধা নেই বলে জানিয়েছেন আমিরে জামায়াত।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সহায়তার জন্য তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন আমিরে জামায়াত। এসময় জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন তারা ‘

এএইচ