শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে যাবে এনসিপি: সারজিস

এনসিপি জেলা শাখা আয়োজিত সমন্বয় সভায় ব্ক্তব্য রাখছেন সারজিস
রাজনীতি
1

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর) দুপুরে নেত্রকোণায় জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘শাপলা প্রতীক পেতে এনসিপির আইনগত কোনো বাধা নেই। নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের জায়গা থেকে স্বেচ্ছাচারিতার আচরণ করবে না। আমরা প্রত্যাশা করছি অবশ্যই আমরা শাপলা প্রতীক পাবো। এবং শাপলা প্রতীক নিয়েই আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সে নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো।’

আরও পড়ুন:

সারজিস বলেন, ‘নির্বাচন কমিশনের মতো একটি প্রতিষ্ঠান যাদের ওপর আগামীতে আমরা আস্থা রাখতে চাই। এ নির্বাচন কমিশন যদি কোনো না কোনো চাপে আমাদের একটি বৈধ অধিকার শাপলা প্রতীক দিতে পিছুটান অনুভব করে। তাহলে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের আস্থা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘পাওয়া না পাওয়ার কোনো অপশন নেই। শাপলা প্রতীক আমরা আদায় করে নিবো আমাদের জায়গা থেকে। রাজনৈতিকভাবে হোক বা অন্য যেকোনো ভাবে হোক।

এএইচ