‘জোট করলেও নির্বাচনে দলীয় মার্কায় নির্বাচন করবে গণঅধিকার পরিষদ’

কথা বলছেন নুরুল হক নূর
রাজনীতি
0

কারও সঙ্গে জোট করলেও গণঅধিকার পরিষদের নেতারা আগামী নির্বাচনে নিজ দলীয় মার্কায় নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিভাগীয় গণসমাবেশ ও কর্মীপরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘জাতীর বৃহত্তর স্বার্থে তরুণ ছাড়া স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই গণঅভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছানোর জন্য হলেও আগামী নির্বাচনে নাগরিকদের প্রতি নতুন নেতৃত্বকে বেছে নিতে হবে।’

সমাবেশের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান।

আরও পড়ুন:

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন বিভাগের চার জেলার গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে দলীয় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন সভাপতি নুরুল হক।

এসএস