‘চব্বিশের নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীদের ভোটে অংশগ্রহণে সুযোগ নয়’

ইসিতে গণঅধিকার পরিষদের স্মারকলিপি

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান
দেশে এখন
রাজনীতি
0

২০২৪ সালের নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা যেন ২০২৬-এর ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিতে না পারে, এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে গণঅধিকার পরিষদ। আজ (বুধবার, ১২ নভেম্বর) বেলা ১১টায় নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন দলের নেতারা।

সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘চব্বিশের আমি-ডামি নির্বাচনে যারা অংশ নিয়েছিল, তারা যাতে কোনোভাবেই আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, সে বিষয়টি কমিশনকে নিশ্চিত করতে হবে। নইলে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার সুযোগ তৈরি হবে।’

আরও পড়ুন:

এসময় জাতীয় পার্টিসহ ১৪ দল যাতে ইসির সংলাপে অংশ নিতে না পারে, সে বিষয়টি নিশ্চিতের আহ্বানও জানান তিনি।

ইএ