ভারতকে হারানোয় ফুটবল দলকে গোলাম পরওয়ারের অভিনন্দন

ফুটবল দলকে গোলাম পরওয়ারের অভিনন্দন
এখন মাঠে
রাজনীতি
1

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে ভারতকে ১-০ গোলে পরাজিত করার ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে এমন জয় জাতির জন্য গৌরবের মুহূর্ত। স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে লাল-সবুজের ছেলেরা যে দক্ষতা, যোগ্যতা ও আত্মবিশ্বাস দেখিয়েছে, তা ভবিষ্যতের পথচলায় নতুন সম্ভাবনা উন্মোচন করবে।’

আরও পড়ুন

তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং দেশের সকল ফুটবলপ্রেমী জনগণকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, এ সাফল্য তরুণ প্রজন্মকে ফুটবলের প্রতি আরও অনুপ্রাণিত করবে এবং জাতীয় দলের উন্নতি অব্যাহত থাকবে।

মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ দলের ধারাবাহিক সাফল্য ও আন্তর্জাতিক অঙ্গনে আরও গৌরব অর্জনের জন্য দোয়া ও শুভকামনা জানান।

এনএইচ