আজ (বুধবার, ১৪ জানুয়ারি) দুপুরে নিজের নির্বাচনি এলাকা কক্সবাজারের পেকুয়ায় আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলন ও মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি রাজনীতি করে দেশ ও দেশের মানুষের জন্য। দেশের মানুষের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য, আইনের শাসনের জন্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য। এগুলো করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্যমত্যের ভিত্তিতে বিএনপি কিছু সংস্কারের প্রস্তাব আমরা করেছে জাতীয়ভাবে। সেগুলো বিএনপি প্রতিপালন করবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমবারের মতো সংবিধানের অগ্রভাগে বিসমিল্লাহির রহমানির রাহিম সংযোজন করেছিলেন এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে তা বিলুপ্ত করেছিল। বিএনপি যদি দায়িত্ব পায়, সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর আস্থা এবং বিশ্বাস পুনরায় সংযোজন করা হবে।’
আয়োজনে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ওলামাদলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীর। সঞ্চালনা করেন কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লা গনি। আয়োজনে আরও বক্তব্য রাখেন; মাওলানা ইয়াছিন সোলতানী, বদরখালী মদিনাতুল মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান, আশরাফুল মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহসহ অনেকে। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।





