রমজান ২০২৬: কবে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস, জেনে নিন সম্ভাব্য সময়

রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ
ধর্ম ও বিশ্বাস
0

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান (Holy Ramadan) শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্ট এবং বিভিন্ন আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থার (Astronomical Societies) ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে রমজান মাস শুরুর একটি সম্ভাব্য সময়রেখা পাওয়া গেছে।

একনজরে রমজান ও ঈদের সম্ভাব্য ক্যালেন্ডার

ইভেন্টসম্ভাব্য তারিখ (২০২৬)দিন
পবিত্র রমজান শুরু১৮ বা ১৯ ফেব্রুয়ারিবুধ বা বৃহস্পতিবার
লাইলাতুল কদর১৭ মার্চমঙ্গলবার দিবাগত রাত
রমজানের শেষ দিন১৯ মার্চবৃহস্পতিবার
পবিত্র ঈদুল ফিতর২০ বা ২১ মার্চশুক্র বা শনিবার

আরও পড়ুন:

রমজান শুরুর সম্ভাব্য তারিখ (Expected Ramadan Start Date)

ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে রমজান মাসের চাঁদ (Ramadan Moon Sighting) ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে ১৮ ফেব্রুয়ারি এবং বাংলাদেশে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। বর্তমানে আমরা রজব মাস (Rajab Month) অতিবাহিত করছি, ফলে রমজান মাস আসতে আর মাত্র ৩৫ থেকে ৩৬ দিন বাকি।

শীতকালীন রমজানের আমেজ (Ramadan in Winter)

দীর্ঘ সময় পর ২০২৬ সালের রমজান মাসটি ফেব্রুয়ারি মাসে পড়ায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বেশ আরামদায়ক আবহাওয়া (Comfortable Weather) থাকবে। প্রচণ্ড গরম না থাকায় রোজাদারদের জন্য দীর্ঘ সময় রোজা রাখা কিছুটা সহজ হবে। জ্যোতির্বিদদের মতে, এবার সাহরি থেকে ইফতার পর্যন্ত সময়ের ব্যবধান হবে গড়ে ১৩ থেকে ১৪ ঘণ্টা।

আরও পড়ুন:

ঈদুল ফিতরের সম্ভাব্য সময় (Tentative Eid-ul-Fitr Date)

২০২৬ সালের ছুটির ক্যালেন্ডার (Holiday Calendar 2026) অনুযায়ী, যদি রমজান মাস ২৯ দিনের হয়, তবে ঈদুল ফিতর (Eid-ul-Fitr) ২০ মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত হতে পারে। আর যদি রমজান ৩০ দিনের হয়, তবে ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদ পালিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ১৯ মার্চ (বৃহস্পতিবার) হতে পারে রমজানের শেষ দিন (Last Day of Ramadan)।

তবে ইসলামের বিধান অনুযায়ী, প্রতিটি হিজরি মাসের শুরু এবং শেষ সম্পূর্ণভাবে স্থানীয়ভাবে চাঁদ দেখার (Moon Sighting) ওপর নির্ভর করে। বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি (National Moon Sighting Committee) ২৯ শাবান সন্ধ্যায় বৈঠকের মাধ্যমে চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।

আরও পড়ুন:


এসআর