একবিংশ শতাব্দীর পঞ্জিকা থেকে হারিয়ে যাওয়া, বিলুপ্তপ্রায় এক আক্ষেপের নাম ছাত্রসংসদ নির্বাচন। কোথাও ৩ যুগ, কোথাও ৩ দশক। যেন সোনার হরিণ ভোটাধিকার, নতুন নেতৃত্ব।
শিকল ভাঙ্গা গণঅভ্যুত্থানে সে আক্ষেপ ঘুচতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় গুলোতে বইছে নির্বাচনের হাওয়া। শরতের বাতাস কি নিয়ে যাবে ছাত্রসংসদকে হৈমন্তীর চাতালে। শিক্ষার্থীদের মন শীতল করবে কিসে? সে উত্তর মিলবে এক দিন পরই।
অনেকেই বলছেন ছাত্রসংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের ওয়ার্ম আপ। এনিয়ে দুই প্রজন্মের দুই ভিপি জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া।
মাহমুদুর রহমান মান্না বলছেন, রাজনৈতিক দল সমর্থিত প্যানেলের বিজয়, জাতীয় নির্বাচন নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকা ভোটারদের প্রভাবিত করবে। আর নুরুল হক নূর বলছেন, ক্যাম্পাসের জয়, পরাজয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ওমুক দলের প্রার্থী জিতেছে তাহলে তাদের দল ভালো করবে এমন একটা ইমপ্যাক্ট হয়। এ দোদুল্যমান মানুষ আছে যারা এখনো সিদ্ধান্ত নেয় নি তাদের সিদ্ধান্ত নেয়ার সুবিধা হবে সেই অর্থে বলছি।’
আরও পড়ুন:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘জাতীয় রাজনীতিতে অবশ্যই একটা ইতিবাচক ভূমিকা রাখবে। যারাই জয়লাভ করে তা ওই দলের জন্য সহায়ক হবে। রাজনৈতিক বিবেচনার চেয়ে তাদের কর্মকাণ্ড শিক্ষার্থীদের কাছে প্রাধান্য পাবে।’
আবার প্রধান দুটি রাজনৈতিক দলেরও এ বিষয়ে ভিন্নমত। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলছেন, ছাত্রসংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে ভালো প্রভাব ফেলবে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন ছাত্রসংসদ আর জাতীয় নির্বাচনের আকাঙ্ক্ষা ভিন্ন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতীয় নির্বাচনের ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষের নিজস্ব চিন্তাভাবনা গুলো, তার রাজনৈতিক আকাঙ্ক্ষাগুলো এগুলোর বিষয় আছে। আর ছাত্রদের নির্বাচনে ভিন্নরকম ইস্যু আছে। তাদের ইন্টেলেকচুয়ালটি অনেক বেশি ডেভেলপ। একটা ইমপ্যাক্ট থাকতে পারে যদি দলীয় যোগসাজশ থাকে। কিন্তু খুব বেশি প্রভাব পড়বে না।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘যারা জিতবে এ আবহের ঢেউটা সারা বাংলাদেশে আছড়ে পড়বে। নিশ্চয় এর প্রভাব থেকে জাতীয় নির্বাচন মুক্ত থাকবে না। ভালোই প্রভাব পড়বে।’
চলতি মাসের ৯, ১১, ২৫ তারিখ যথাক্রমে ডাকসু, জাকসু ও রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।