অপারেশন সিন্দুরের জেরে বন্ধ ধর্মশালা বিমানবন্দর। যার ফলে মুম্বাই দল যেতে পারেনি শহরটিতে। এর কারণেই মূলত ম্যাচ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যদিও ৯ মে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ নির্ধারিত ভেন্যুতেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।
চলতি আসরে ধর্মশালাকে দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে তিনটি ম্যাচ খেলার কথা ছিল পাঞ্জাবের। ভেন্যুটিতে মৌসুমের প্রথম ম্যাচে ৪ মে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৩৭ রানের জয় পেয়েছে কিংসরা।
অপারেশন সিঁদুরের পর ভারতের সীমান্তঘেঁষা একাধিক বিমানবন্দর আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। তালিকায় রয়েছে জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোট। প্রাথমিকভাবে ১০ মে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত এসব বিমানবন্দর বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
ফলে ভ্রমণ নিয়ে জটিলতায় পড়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। ধর্মশালায় ৯ মের ম্যাচের জন্য এরই মধ্যে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস দল সেখানে পৌঁছে গেছে। সপ্তাহের শেষে সেখানে যাওয়ার কথা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সেরও, তবে সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় তারা মুম্বাইতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।