আমরা মনে হয় মাঝে মাঝে লজিক ছাড়া ক্রিকেট খেলি: সালাহউদ্দিন

প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন সালাহউদ্দিন
এখন মাঠে
0

লজিক ছাড়া ক্রিকেট খেলে ক্রিকেটাররা। আরব আমিরাতের সিরিজের আগে প্রেস কনফারেন্সে এভাবেই মতামত জানিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। এছাড়াও লিটনের ক্যাপটেন্সি, শান্তকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা এবং মিরাজের না থাকার ব্যাখ্যা দিয়েছেন তিনি। তবে পাকিস্তান সিরিজ নিয়ে তিনি বলেছেন দল প্রস্তুত তবে সফর নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি।

পাকিস্তান সিরিজের নির্ধারিত পাঁচটি টি-টোয়েন্টি আইসিসির এফটিপির অংশ। তবে বর্তমান পরিস্থিতিতে পেন্ডুলামের মতো ঝুলছে সিরিজটির ভবিষ্যৎ। আরব আমিরাত বিপক্ষে সিরিজের আগে তাই পাকিস্তান সফর নিয়ে অবধারিত প্রশ্নের উত্তরই দিতে হলো মোহাম্মদ সালাহউদ্দিনকে। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ অবশ্য বল ঠেলে দিয়েছেন বিসিবির কোর্টেই।

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘দেখুন এটাতো আমাদের বিষয় না, এটা বোর্ডের সিদ্ধান্ত। দুই দেশের বোর্ড একত্রিত হয়ে সিদ্ধান্ত নিবে যে কবে সিরিজ হবে। আমরা আমাদের মতো প্রিপারেশন নিচ্ছি। যেহেতু সামনে আমাদের এশিয়া কাপ আছে, বিশ্বকাপ আছে সেগুলোকে কেন্দ্র করেই আমরা প্রস্তুতি নিচ্ছি।

গত কিছুদিন ধরেই মাঠের ক্রিকেটে নিম্নমুখী পারফরম্যান্স জাতীয় দলের। স্কিল-ফিটনেসে ঘাটতি নেই কিন্তু আউট হওয়ার ধরণ দৃষ্টিকটু! কেন? সেই ব্যাখ্যায় দ্রুত সমাধানের প্রক্রিয়ার কথা জানিয়েছেন কোচ। পাশাপাশি টিম কম্বিনেশনে অলরাউন্ডার সংকট নিরসনের রাস্তায় দেখিয়েছেন তিনি।

মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘খেলাটা আসলে মাথায়। আমরা লজিক্যাল ওয়েতে ক্রিকেট খেলছি কি না সে প্রশ্নও আসছে। আমরা মনে হয় মাঝে মাঝে লজিক ছাড়া ক্রিকেট খেলি। সমস্যাটা আসলে মাথায়। তো ওই জায়গাটায় কীভাবে উন্নতি করা যায়, সে বিষয়ে আমরা এরইমধ্যে কাজ শুরু করেছি।’

মোহাম্মদ সালাহউদ্দিনের ভাষায় বাংলাদেশে ক্যাপটেন্সি করা চ্যালেঞ্জিং। ক্ষেত্র বিশেষে পরিপূর্ণ স্বাধীনতা পান না ক্যাপটেন। লিটনের ক্যাপটেন্সি, শান্ত-মিরাজদের টি-টোয়েন্টিতে থাকা-না থাকার ব্যাখ্যাও দিয়েছেন সালাউদ্দিন।

তিনি বলেন, ‘এক আমরা সবাই মিলে পারফর্ম করিনা, এটা একটা বড় দিক। যদি আরো পারফর্মার থাকতো তাহলে লিটনের ক্যাপটেন্সি করা অনেক সহজ। মিডল অর্ডারে যারা স্পিন একটু ভালো খেলে তাদের ওপর ফোকাস করা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেটে সমস্যার শেষ নেই, যার উৎকৃষ্ট উদাহরণ ফেভারিট ফরম্যাট ওয়ানডে ক্রিকেটের র‍্যাংকিংয়ে অবনমন। তাই নড়বড়ে অবস্থানে থাকা টি-টোয়েন্টি নিয়ে শঙ্কা থেকেই যায়। তবে সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন তো ইতিহাসে বিশ্বাসী নন।

এএইচ