অভিষেক আসরে বাংলাদেশের প্রতিপক্ষ চ্যাম্পিয়ন ইরান। এই গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ হিসেবে আছে মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। ইরান এই আসরের বর্তমান এবং সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন।
এশিয়ান কাপ বাছাইয়ে ৩১ দলের অংশগ্রহণে সাত গ্রুপে চারটি করে আর একটি গ্রুপে তিন দল লড়াই করবে। বাছাইপর্বে শুরু হবে ২০ সেপ্টেম্বর আর শেষ হবে ২৪ সেপ্টেম্বর।
আট গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা সাত রানার্সআপ সুযোগ পাবে আগামী বছরের জানুয়ারিতে আয়োজিত চূড়ান্ত পর্বে খেলার।