এশিয়ান কাপ ফুটসালের বাছাইপর্বে জি গ্রুপে বাংলাদেশ

এশিয়ান কাপ ফুটসালের ব্যানার
এখন মাঠে
0

সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়ান কাপ ফুটসালের বাছাইপর্বে জি গ্রুপে পড়েছে বাংলাদেশ। এএফসির সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) দুপুরে এশিয়ান কাপ ফুটসালের ড্র অনুষ্ঠিত হয়।

অভিষেক আসরে বাংলাদেশের প্রতিপক্ষ চ্যাম্পিয়ন ইরান। এই গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ হিসেবে আছে মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। ইরান এই আসরের বর্তমান এবং সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন।

এশিয়ান কাপ বাছাইয়ে ৩১ দলের অংশগ্রহণে সাত গ্রুপে চারটি করে আর একটি গ্রুপে তিন দল লড়াই করবে। বাছাইপর্বে শুরু হবে ২০ সেপ্টেম্বর আর শেষ হবে ২৪ সেপ্টেম্বর।

আট গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা সাত রানার্সআপ সুযোগ পাবে আগামী বছরের জানুয়ারিতে আয়োজিত চূড়ান্ত পর্বে খেলার।

এসএস