আকাশের মতো বাধাহীন মোরা মরু সঞ্চার বেদুইন। বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল। বাংলাদেশ নারী ফুটবল দল যেন বাধাহীন নির্ভীক যোদ্ধা।
৭ আগস্ট বৃহস্পতিবার ফিফা নারী ফুটবলে র্যাঙ্কিং প্রকাশ করেছে। সেই র্যাঙ্কিংয়ে বাংলাদেশই এগিয়েছে নিজেদের ইতিহাস সেরা ২৪ ধাপ। পয়েন্টের ভিত্তিতেও বাংলাদেশ সর্বোচ্চ ৮০.৫১ পয়েন্ট পেয়েছে। ফিফার কোনো র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এটাই সেরা অর্জন। তাইতো আলাদা করে হাইলাইট হয়েছে লাল সবুজের পতাকা।
সাম্প্রতিক সময়ে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য র্যাঙ্কিংয়ের বেশ এগিয়ে থাকা দুই দল জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলেছে। দুই দলই বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে ৩০-৫০ ধাপ এগিয়ে ছিল। দুই দলের সাথে ড্র করে বাংলাদেশ যা র্যাংকিংয়ে ফেলে বড় প্রভাব। সেসময় ১৩৩-১২৮ এ পৌঁছায় বাংলাদেশ।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমারের র্যাঙ্কিং ছিল ৫৫। ৭৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করে। বাহরাইনকেও ৭-০ গোলে উড়িয়ে দেয় আফঈদারা।
বাংলাদেশের পাশাপাশি উন্নতি হয়েছে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের। ৭ ধাপ এগিয়ে ৬৩তে ভারত। ১৩ ধাপ এগিয়ে ৮৭তে নেপাল ও ৮ ধাপ এগিয়ে ১৬৩তে ভুটান।
নারী ফুটবলে শীর্ষ ১০ দলের র্যাঙ্কিংয়েও ব্যাপক পরিবর্তন হয়েছে এবার। ইউরো রানার্স আপ স্পেন এখন নাম্বার ওয়ান। দুইয়ে ইংল্যান্ড ও তিন নম্বরে আছে সুইডেন।