ভুটানের ঘরোয়া লিগে খেলতে সকালে দেশ ছেড়েছেন রিপা

শাহেদা আক্তার রিপা
এখন মাঠে
0

ভুটানের ঘরোয়া লিগে খেলতে আজ (শুক্রবার, ৮ আগস্ট) সকালে দেশ ছেড়েছেন বাংলাদেশের নারী ফুটবলার শাহেদা আক্তার রিপা। রয়েল থিম্পু কলেজ এফসিতে খেলার মধ্য দিয়ে বিদেশি লিগে অভিষেক হতে চলেছে ১৯ বছর বয়সী ফরোয়ার্ডের।

রিপার সঙ্গে জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার এবং মিডফিল্ডার স্বপ্না রানীও রয়েল থিম্পুর হয়ে খেলার কথা রয়েছে। তবে অনূর্ধ্ব২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্ব থাকায় এখনই ভুটানের কথা ভাবার সুযোগ নেই নারী ফুটবলারদের।

বাছাইপর্ব শেষে বাংলাদেশের দেশে আসার কথা রয়েছে ১১আগস্ট। আফঈদা এবং স্বপ্নার ভুটান লিগে যোগ দেয়ার সম্ভাবনা আছে ১৫আগস্টে।

এর আগে এ ক্লাবে যোগ দিয়েছেন তহুরা খাতুন এবং জুনিয়র শামসুন্নাহার। আফঈদারা যোগ দিলে এখন পর্যন্ত ভুটান নারী লিগে বাংলাদেশ নারী ফুটবলারের সংখ্যা হবে ১৫ জন।

এসএস