হাডার্সফিল্ডের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে হামজার লেস্টার সিটি

গোলের সময় হামজা চৌধুরী
এখন মাঠে
0

হাডার্সফিল্ডের বিপক্ষে টাইব্রেকারে ৩-২ গোলে হেরেছে হামজা চৌধুরীর লেস্টার সিটি। আকু স্টেডিয়ামে কারাবাও কাপের প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। বল পজেশন থেকে সব বিভাগেই এগিয়ে ছিল লেস্টার।

৫৪ মিনিটে বক্সের ভেতর দারুণ এক গোল করেন হামজা। লেস্টারের জার্সিতে হামজার দ্বিতীয় গোল এটি। ৬৫ মিনিটে ভোস্টের গোলে সমতা ফেরায় হাডার্সফিল্ড। ৩ মিনিট পরেই উইঙ্কসের গোলে ব্যবধান ২-১ করে লেস্টার।

তবে ৭৬ মিনিটে ক্যামেরুন আশিয়া গোল করে হাডার্সকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত পেনাল্টিতে গড়ায় ম্যাচ। শুটআউটে ৩-২ গোলে জিতে হামজাদের হৃদয় ভাঙ্গে হাডার্সফিল্ড।

সেজু