ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণা; দলে নেই ভিনিসিয়াস-নেইমার, রদ্রিগোরা

ব্রাজিল জাতীয় ফুটবল দল
এখন মাঠে
0

সেপ্টেম্বরের দুই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ঘোষিত দলে জায়গা পাননি ভিনিসিয়াস জুনিয়র-নেইমার কিংবা রদ্রিগোরা।

চিলি এবং বলিভিয়ার বিপক্ষে এই দুই ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াডে নতুন মুখদেরই প্রাধান্য দিয়েছেন কোচ আনচেলত্তি। সবশেষ স্কোয়াড থেকে নয় পরিবর্তন এনেছেন অভিজ্ঞ এই ট্যাকটিশিয়ান।

আরও পড়ুন:

প্রথমবার ব্রাজিল দলে ডাক পেয়েছেন কাইও হেনরিক, ডগলাস সান্তোস এবং কাইও জর্জ। এছাড়া দলে ফিরেছেন একাধিক পরিচিত মুখ।

এক ম্যাচ নিষেধাজ্ঞায় থাকার কারণে স্কোয়াডে জায়গা মিস করে গিয়েছেন ভিনিসিয়াস। নতুনদের সুযোগ করে দিতে নিজের স্থান হারিয়েছেন রদ্রিগো। আর নেইমার শেষ সময়ের ইনজুরির কারণে এবারেও দলে ফিরতে পারেননি।

এএইচ