নোয়াখালীতে ক্ষুদে শিক্ষার্থীদের দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নোয়াখালী
উদ্বোধনের সময়
এখন জনপদে
এখন মাঠে
0

'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' স্লোগান নিয়ে নোয়াখালীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত হলো দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় নোয়াখালী শহিদ ভুলু স্টেডিয়ামের ইনডোরে প্রতিযোগিতার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ ও নোয়াখালী পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক।

দাবা প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। শহিদ ভুলু স্টেডিয়ামের ইনডোর কোর্টে এসময় অংশগ্রহণকারী এবং অভিভাবকদের উপস্থিতি উৎসবে রূপ নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ জানান, তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনা করার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। মাদক ও কিশোর অপরাধমুক্ত সমাজ গঠনে নোয়াখালী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন:

তিনি জানান, নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্য আমরা বদ্ধপরিকর। নোয়াখালী থেকে অতীতে অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ের নেতৃত্ব দিয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমরা ভবিষ্যতেও খেলাধুলার বিভিন্ন ইভেন্ট আয়োজন করবো।

পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক জানান, আজকের ক্ষুদে শিক্ষার্থীরা আগামীর ক্রীড়াঙ্গনের নেতৃত্ব দেবে। তাদের সুষ্ঠু বিকাশের জন্য এ ধরনের প্রতিযোগিতা আরও বেশি বাড়াতে হবে। তরুণ সমাজ খেলাধুলার সাথে যত বেশি জড়াবে তত বেশি অপরাধী ও মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হবে।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য নুরুল আমিন খান, এ.এস.এম.নাসিম, তুহিন ইমরান, অন্তর খালেদ, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামসহ বিভিন্ন ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।

সেজু