শুরুতে স্বাগতিক দুই ওপেনার অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও আলিশান শারাফু মিলে ভালো শুরু এনে দেয় আরব আমিরাতকে। তবে ম্যাচের ৪র্থ ওভারে ১৭ বলে ২২ রান করা শারাফুকে বোল্ড করেন বুমরাহ। আরেক ওপেনার ওয়াসিমকে ১৯ রানে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন কুলদিপ ইয়াদভ।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। ১৪তম ওভারেই মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
আরও পড়ুন:
ভারতের হয়ে কুলদিপ ৭ রানে নেন ৪ উইকেট। এছাড়া শিভাম দুবে শিকার করেন ৩ উইকেট। সহজ লক্ষ্য তাড়ায় স্বাগতিক বোলারদের উপর চড়াও হন দুই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। মাত্র ১৬ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলে অভিষেক আউট হলেও অধিনায়ক গিল অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ৫৭ রান তাড়া করতে নেমে ভারত ম্যাচ জিতে নিয়েছে মাত্র ২৭ বলে। তাও ৯ উইকেট হাতে রেখেই।
সংক্ষিপ্ত স্কোর:
সংযুক্ত আরব আমিরাত: ১৩.১ ওভারে ৫৭ (শরাফু ২২, ওয়াসিম ১৯, রাহুল ৩, ; কুলদীপ ৪/৭, দুবে ৩/৪, বরুণ ১/৪)।
ভারত: ৪.৩ ওভারে ৬০/১ (অভিষেক ৩০, গিল ২০*, সূর্যকুমার ৭*; জুনাইদ ১/১৬)। ফল: ভারত ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: কুলদীপ যাদব।