যৌন হয়রানি প্রতিরোধে ক্রীড়া ফেডারেশনগুলোকে অভিযোগ কমিটি গঠনের নির্দেশ

জাতীয় ক্রীড়া পরিষদ
এখন মাঠে
0

যৌন হয়রানি প্রতিরোধে দেশের সব ক্রীড়া ফেডারেশনকে ন্যুনতম ৩ জন নারীসহ ৫ সদস্যবিশিষ্ট অভিযোগ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

সম্প্রতি বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিছু কর্মকর্তার রিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। তারপর থেকেই নড়েচড়ে বসে দেশের ক্রীড়াঙ্গন। সব মহলেই এই বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা।

আরও পড়ুন:

যদিও বিসিবি তাৎক্ষণাৎ তদন্ত কমিটি গঠন করে ১৫ কার্যদিবসের মধ্যে ফলাফল জমা দেয়ার কথা বলে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও হয়রানির শিকার হওয়া নারী খেলোয়াড়দের পক্ষে কথা বলেছেন।

তার পরিপ্রেক্ষিতেই জাতীয় ক্রীড়া পরিষদ এবার সব ফেডারশনকে নারী যৌন হয়রানি প্রতিরোধে তদন্ত কমিটি রাখার নির্দেশ দিয়েছেন।

এসএইচ