দুই দিনে খেলা শেষ, এরপরও পার্থের পিচকে ‘খুব ভালো’ বললো আইসিসি

অ্যাশেজ টেস্টের জন্য পার্থের পিচ তৈরি করা হচ্ছে
এখন মাঠে
0

পার্থে দুই দিনে শেষ হওয়া অ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচের উইকেটকে সর্বোচ্চ রেটিং দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দায়িত্বে থাকা ম্যাচ রেফারি রঞ্জন মাদুগেলে পিচটিকে তার অফিসিয়াল রিপোর্টে ‘খুব ভালো’ হিসেবে উল্লেখ করেছেন।

পার্থের পিচে প্রথম দিনে ১৯ উইকেট পড়ে এবং দ্বিতীয় দিনেই ম্যাচের ফলাফল চলে আসে। বোলারদের এমন তাণ্ডবের পরও ট্রাভিস হেড ব্যাটার হিসেবে ছিলেন দুর্দান্ত। দ্বিতীয় ইনিংসে ৮৩ বলে খেলেন ১২৩ রানের দুর্দান্ত ইনিংস।

আরও পড়ুন:

৮৮৭ বলে শেষ হওয়া এ ম্যাচটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় ছোট কোনো টেস্ট ও ১৮৮৮ সালের পর বল সংখ্যার হিসেবে সবচেয়ে ছোট অ্যাশেজ টেস্ট।

এফএস