অবশ্য মুজিব উর রহমান ম্যাক্সওয়েলের ক্যাচটি ফেলে না দিলে ফলাফল ভিন্ন হতে পারেতো। হয়তো অজিদের বিপক্ষে ম্যাচটি খুব দ্রুতই ভুলে যেতে চাইবে আফগানরা। কারণ এখনও পুরোপুরি বন্ধ হয়নি সেমির দুয়ার। প্রোটিয়াদের বিপক্ষে বড় ব্যবধানে আফগানরা জয় পেলে পাল্টে যেতে পারে শেষ চারের হিসেব-নিকেশ। আর আফগানদের কাছে যে এটা সম্ভব সেটা এই আসরে একাধিকবার প্রমাণ দিয়েছে রশিদ খানরা।
অন্যদিকে এবারের বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে সেমি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। টানা জয়ে থাকা দলটি প্রথম হারের স্বাদ পায় ডাচদের কাছে। এরপর ঘুরে দাঁড়ালেও নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারে। সেমিফাইনালের আগে নিজেদের ফিরে পেতে এই ম্যাচে জয় পেতে মরিয়া ডি কক, ক্লেসনরা।