শেষ হচ্ছে কোচ ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায়

পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড
ক্রিকেট
এখন মাঠে
0

অ্যালান ডোনাল্ডের বাংলাদেশ দলের সঙ্গে কোচিং অধ্যায় শেষ হতে চলেছে। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিই হবে তার শেষ অ্যাসাইনমেন্ট।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশের অ্যালান ডোনাল্ড অধ্যায়। এই ম্যাচের পর সরাসরি দক্ষিণ আফ্রিকাকে উড়াল দেবেন টাইগারদের পেস বোলিং কোচ। তবে বিদায়টা সুখকর হলো না ডোনাল্ডের।

কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। বিশ্বকাপ ব্যর্থতার পর বড় পরিবর্তন আসছে বাংলাদেশের কোচিং প্যানেলে। তবে বিদায় বার্তা দিয়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড নিজেই। কিন্তু শেষ পর্যন্ত বিষণ্নতা নিয়ে বিদায় নিতে হচ্ছে প্রোটিয়া হোয়াইট লাইটনিংকে।

টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেন, 'হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আমার শেষ ম্যাচ। টাইমড আউটের বিপক্ষে কথা বলায় আমার অনেক সমালোচনা হয়েছে যেটা আমি গণমাধ্যমেও দেখেছি। এমনকি টিম মিটিংয়ে কয়েকজন বলে বসেছে আমি ফিনিশড সুতরাং আমি বাড়ি ফিরে যাচ্ছি।'

ডোনাল্ড ২০২২ সালের মার্চ মাসে বাংলাদেশ দলের সাথে পেস বোলিং কোচ হিসেবে যোগ দেন। চুক্তিটি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তবে পেস আক্রমণে দারুণ উন্নতি হওয়ায় তাকে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আটকে রাখে বিসিবি। তাসকিন-এবাদত-শরিফুল তাদের শুধু বিশ্বমানেরই করেনি, গড়ে তুলেছে দারুণ সখ্যতাও।

তিনি আরও বলেন, 'গত দুই বছরে পেসাররা অনেক উন্নতি করেছে, ওদের মানসিকতার ব্যাপক পরিবর্তন এসেছে। আমি গর্বিত এমন প্রতিভাবান পেসারদের সঙ্গে কাজ করতে পেরে।'

শুক্রবার সংবাদ সম্মেলনে হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহকেও প্রশ্ন করা হয় ডোনাল্ডের বিদায়ের ব্যাপারে। তার কণ্ঠেও প্রশংসা ঝরেছে ডোনাল্ডের।

বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, 'এখানে আসার পর থেকেই অসাধারণ কাজ করেছেন তিনি। পেস বোলিংয়ে উন্নতিতে তার অবদান অনেক, যেটি পুরো দলেই ভূমিকা রেখেছে। তার সঙ্গে কাজ করা দারুণ ব্যাপার।

২৮ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। তখনও চুক্তির ২ দিন থাকলেও থাকছেন না ডোনাল্ড।

সেজু