বিশ্বকাপে নজর কেড়েছেন তরুণ ক্রিকেটাররা

তরুণ ক্রিকেটার
ক্রিকেট
এখন মাঠে
0

বিশ্বকাপে সফল হতে পারেননি তানজীদ তামিম। বল হাতে আলো ছড়িয়েছেন কোয়েতজে, জানসেন। বিশ্বকাপে অভিজ্ঞ বিরাট কোহলি, মোহাম্মদ শামি, ওয়ার্নার, জাম্পা কিংবা ডি ককদের মতো তারকা পারফর্মারদের ভিড়েও নজর কেড়েছেন বেশকিছু তরুণ ক্রিকেটার। যাদের মধ্যে অন্যতম রাচীন রাবিন্দ্র, শুভমান গিল, কোয়েতজেরা। ব্যাট আর বলে দ্যুতি ছাড়িয়ে জায়গা করে নিয়েছেন সেরা উদীয়মান ক্রিকেটারের তালিকায়।

ভারতে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ অনেক তারকা ক্রিকেটারদের হয়তো শেষ আসর। যাদের মধ্যে ডি কক বলেই দিয়েছেন বিশ্বকাপের পর ওয়ানডে ফরম্যাটে আর ফিরছেন না।

তবে চলতি আসরে অনেক তরুণ ক্রিকেটার তাদের পারফরম্যান্স দিয়ে বিশ্ব ক্রিকেটে আধিপত্যের জানান দিয়েছেন। যাদের মধ্যে সবার উপরে আছেন নিউজিল্যান্ডের রাচীন রাবিন্দ্র। বিশ্বকাপের আগেও ছিলেন আলোচনার বাইরে। লেফট আর্ম অর্থোডক্স স্পিনার হিসেবে দলে থাকলেও ব্যাট হাতেই বেশি আলো ছাড়িয়েছেন রাচীন। ১০ ম্যাচে ৩ সেঞ্চুরিতে করেছেন ৫৭৮ রান।

এবারের আসরের আলোচিত নাম ছিল শুভমান গিল। ডেঙ্গু জ্বরের কারণে প্রথম দুই ম্যাচ খেলতে না পারলেও পরের ম্যাচগুলোতে সুযোগ পেয়ে ঠিকই দ্যুতি ছড়িয়েছেন। ৮ ম্যাচ খেলে ৫০ গড়ে করেছেন সাড়ে ৩শ’ রান। এমনকি চলতি আসরেই বাবর আজমকে টপকে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন তিনি।

আরো পড়ুন:

শুধু ব্যাট হাতেই না বল হাতেও বাজিমাত করেছে অনেক উদীয়মান ক্রিকেটার। এর মধ্যে সবারে উপরে আছেন জেরাল্ড কোয়েতজে। দক্ষিণ আফ্রিকান এই পেসার ৮ ম্যাচ খেলে নিয়েছেন ২০ উইকেট। একই দলের আরেক ক্রিকেটার মার্কো জানসেন ৯ ম্যাচে ১৭ উইকেট শিকার করেছেন। লোয়ার অর্ডারে ব্যাট হতেও দ্যুতি ছাড়িয়েছেন ২৩ বছর বয়সী এই পেসার।

তবে মুদ্রার উল্টোপিঠও দেখেছেন অনেক তরুণ ক্রিকেটার। এর মধ্যে সবচেয়ে আলোচিত তানজীদ হাসান তামিম। ৯ ম্যাচে সুযোগ পেয়ে মোটে ১৪৫ রান করেছেন।

সেজু