হতাশা কাটাতে টেস্ট ম্যাচ জয়ের আশা

ক্রিকেট
এখন মাঠে
0

বিশ্বকাপের হতশ্রী পারফরম্যান্স থেকে বের হয়ে আসাটা বেশ চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন নতুন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই মেয়াদের হতাশা কাটাতে এবার হোম সিরিজগুলোকে কাজে লাগাতে চায় টাইগাররা। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের উইকেট নিয়ে এখনো পরিষ্কার ধারণা নেই নতুন অধিনায়কের।

বিশ্বকাপ আর টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই জায়গাতেই টাইগারদের পারফরম্যান্স হতাশাজনক। তাই এবার সাদা পোশাকের চ্যাম্পিয়নশিপে হোম কন্ডিশনকে কাজে লাগাতে চান বাংলাদেশ অধিনায়ক।

বলেন, ‘চ্যালেঞ্জতো থাকবেই। আমি আশাবাদী আমাদের টিম এই দুইটা ম্যাচ খুবই ভালো করবে।’

এদিকে নিউজিল্যান্ড যেনো বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ সিরিয়াস। সময়ের আগে শুরু করে অনুশীলন। আর প্রথমবারের মতো উইকেট দর্শন। পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশ সফর। সবখানেই সেরা অবস্থান ধরে রাখতে মরিয়া সাবেক টেস্ট চ্যাম্পিয়নরা। তবে তা সহজ হবে না বলছেন কিউই অধিনায়ক।

নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক টিম সাউদি বলেন, ‘এখানে জেতা এতটা সহজ না। এই ধরনের কন্ডিশনে বাংলাদেশ দল হিসেবে ভালো। তাই বলা যায়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্ট হবে।’