স্পিনারদের দাপটে কোণঠাসা নিউজিল্যান্ড

শাহনুর শাকিব
ঢাকা
ক্রিকেট
এখন মাঠে
0

আলোচিত ঢাকা টেস্টের প্রথম দিনেই আপারহ্যান্ডে বাংলাদেশ। শেষ বিকেলে উইকেট হারিয়ে ব্যাকফুটে নিউজিল্যান্ড। বাংলাদেশের প্রথম ইনিংসে ১৭২ রানের জবাবে এখনও ১১৭ রানে পিছিয়ে কিউইরা।

৪১তম ওভারে ঢাকা টেস্ট আলোচিত-সমালোচিত ঘটনা। ব্যাকফুটে খেলা বল অফে বের হয়ে যাচ্ছিলো। কোন কারণ ছাড়া মুশফিক বল হাত দিয়ে ধরলে অবস্ট্রাকিং দ্য ফিল্ড আউটের শিকার হন। উইকেটে দারুণ ভাবে সেট হয়ে মুশফিকের ওমন বোকামিতে আরও বেকায়দায় পড়ে বাংলাদেশ।

প্রত্যাশিতভাবেই মিরপুরের উইকেট দু'হাত বাড়িয়ে রেখেছিলো সাহায্য করতে। এ কথা জানা সত্ত্বেও, মেঘাছন্ন আকাশের নিচে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

স্যাটনার আর ইজাজ প্যাটেলের স্পিনে ধরাশায়ী স্বাগতিক ব্যাটাররা। প্রথম সেশনে ৮০ রানে ৪ উইকেটে হারিয়ে ধুকতে থাকে টাইগাররা।

দ্বিতীয় সেশনে মুশফিকের ভুলের পর কেউই ইনিংস লম্বা করতে পারেনি। দ্বিতীয় সেশন বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৪৯। তৃতীয় সেশনে কিছু সময় ব্যাট করে ১৭২ রানে ঠেকে বাংলাদেশের প্রথম ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে। দ্বিতীয় ওভারেই বাংলাদেশের স্পিনারদের চ্যালেন্জের মুখে কিউইরা।

৬ ও ৭ নম্বর ওভারেই আসে সাফল্য। উইকেট থেকে দারুণ টার্ন আদায় করে প্রতিপক্ষকে চেপে ধরে মিরাজ তাইজুলরা। শেষ বিকেলে আগের টেস্টের সেঞ্চুরিয়ান শেন উইলিয়ামস ও বান্ডেলের উইকেট তুলে নিউজিল্যান্ডকে ব্যাকফুটে ফেলে ঢাকা টেস্টের প্রথম দিনে আপারহ্যান্ডে যায় বাংলাদেশ।

এসএস