পাঁচ ম্যাচের চারটিতে জয় ও একটিতে হেরে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সাফল্যের ধারায় অন্যান্য দলের চেয়ে এগিয়ে তানজিদ-আভিষ্কার ওপেনিং জুটি।
ব্যাটিং, বোলিং নৈপুণ্যে জয়ের নায়ক কার্টিস ক্যাম্ফার একাদশ থেকে বাদ পড়ার পরেও আফসোস না করে অনুশীলন চালিয়ে গেছেন দলের সঙ্গে। দলে যোগ দিয়ে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন বিগ ব্যাশ মাতানো তারকা ক্রিকেটার জশ ব্রাউন।
১৫ বছর ধরে ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড় থেকে কোচের ভূমিকায় সফলতার মুখ দেখা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ তুষার ইমরান জানিয়েছেন, ভালো ক্রিকেট খেলেই দলে জয়ের ধারা অব্যাহত রাখবে ক্রিকেটাররা।
তুষার ইমরান বলেন, 'আমরা যে পরিকল্পনায় এগোচ্ছি। সে পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করছে খেলোয়াড়রা। এ পর্যন্ত যে কয়টা ম্যাচ হয়েছে সে ম্যাচগুলো নিয়ে আমি খুশি। সামনে আরও অনেক ম্যাচ আছে। আমরা এক এক করে এগোতে চাই।'
দুর্দান্ত ঢাকা ৪ ম্যাচে ৩ হার আর এক জয়ে পয়েন্ট টেবিলের ৬-এ অবস্থান করছে। তাসকিন-শরিফুলের ছন্দপতন ও মিডিল অর্ডারে পারফরম্যান্স না থাকায় নেই আশানূরূপ ফলাফল।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক সিলেট স্টাইকার্স এবং একই দিনে সন্ধ্যার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে মোকাবিলা করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।