সিলেট পর্ব শেষেও টেবিলের তলানিতে সিলেট স্ট্রাইকারর্স

ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিলেট পর্ব শেষে ভালো অবস্থানে আছে খুলনা, রংপুর আর চট্টগ্রাম। ঢাকা পর্বে জয়ের ছন্দ ধরে রাখতে পারলে সেমির পথ সহজ হতে পারে কুমিল্লা ও বরিশালের।

সিলেটে বিপিএল মানেই দর্শকদের বাড়তি আগ্রহ থাকে। কারণ ঢাকার উইকেটে যে রানের দেখাই পাওয়া যায় না, কিন্তু সিলেটে থাকে রান বন্যা। তবে অন্যবারের চেয়ে এবারের বিপিএলে সিলেট পর্ব রানের তেমন ছড়াছড়ি ছাড়াই শেষ হয়েছে।

সিলেটে প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করলেও চায়ের দেশ থেকে ফেরাটা দারুণ হয়েছে রংপুর রাইডার্সের। খুলনার কাছে ২৮ রানে হারের পর ঢাকা, কুমিল্লা আর সিলেটের বিপক্ষে পরপর তিন ম্যাচই বড় ব্যবধানে জয় পায় সাকিবের রংপুর। তাই এখন পয়েন্ট টেবিলেও রাজত্বটা তাদের।

ভারী নামের ভাড়ে না থাকলেও আসরটা দুর্দান্ত শুরু করেছে খুলনার দলটি। ঢাকায় টানা জয় সিলেটেরও শুরুর দুই ম্যাচে অব্যাহত রাখে তারা। তবে শেষ ম্যাচে বরিশালের বিপক্ষে ৫ উইকেটে হেরে সিলেট যাত্রা শেষ হয়। খুলনার মত চট্টগ্রামেরও জয়ের ধারা অব্যাহত রেখেই শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষে ৭ উইকেটে হারে দলটি।

ঢাকায় হার জয়ের মধ্যে থাকা কুমিল্লা সিলেটেও একই ধারা অব্যাহত রাখে। সিলেটের বিপক্ষে ৫২ রানে জয় দিয়ে শুরু করলেও পরের ম্যাচে রংপুরের বিপক্ষে হারতে হয়। অবশ্য শেষ ম্যাচ চট্টগ্রামের বিপক্ষে বড় জয় পেয়েছে লিটনের দল। আর পয়েন্ট টেবিলে সুবিধাজনক জায়গায় না থাকলেও শেষ দুই ম্যাচে সিলেট আর খুলনার বিপক্ষে জয় দিয়ে শেষ করেছে ফরচুন বরিশাল।

রাজধানীতে শুরুর ম্যাচে ঢাকার জয় পরের ম্যাচগুলোতে আর স্বস্তি পায়নি দলটি। সিলেটে একটি ম্যাচও জিততে পারেনি ঢাকা। তবে ঢাকায় হারতে হারতে নিজ ভূমিতে এসেও জয়ে খুঁজে পাচ্ছিল না সিলেট। অবশেষে দুর্দান্ত ঢাকার বিপক্ষে জয় পেলেও ঢাকায় ফিরতে হয়েছে রংপুরের বিপক্ষে হারের স্বাদ নিয়ে।

স্বাভাবিকভাবেই সিলেটে ঘুরে দাঁড়ানোতে টেবিলে ৮ পয়েন্ট নিয়ে ১ নম্বরে অবস্থান করছে রংপুর। আর তলানিতে আছে সিলেট।

এসএস