দুইদিনের বিরতির পর মঙ্গলবার থেকে সাগরিকায় শুরু হচ্ছে বিপিএল। ইতিমধ্যেই দলগুলো চট্টগ্রামে নিজেদের অনুশীলনও শুরু করেছে। দিনের প্রথম ম্যাচেই স্বাগতিক দল চট্টগ্রাম চ্যালেঞ্চার্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
টানা জয়ে টেবিলে দুই নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ চারও অনেকটাই নিশ্চিত। বিপিএলে সব থেকে বেশি সাফল্য পাওয়া এই দলটির তাই এবারও লক্ষ্য শিরোপার দিকে। তাইতো সময়ের সাথে নিজেদেরকে আরও গুছিয়ে নিতে চান দলের সহকারী কোচ সালাহউদ্দিন আহমেদ উজ্জ্বল। তিনি বলেন, 'নিয়মিত ক্রিকেট খেলতে থাকলে কোনো একটা দলের এরকম সমস্যা আসবেই। তাদের উত্তরণের পথ আমাদেরই বের করতে হয়। আমরা কিছুটা কামব্যাক করেছি।'
মাত্র দুটি ম্যাচ খেলতে রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতাতে এসেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ইমরান তাহির। ৪৫ ছুঁই ছুঁই বয়সেও টি-টোয়েন্টির ফেরিওয়ালা হয়ে মাতিয়ে বেড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ।
চট্টগ্রামে এবার বিপিএলের ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ ফেব্রুয়ারি আবারও ঢাকায় ফিরবে বিপিএল।