বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা ভারতের

ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যথারীতি ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দলে ফিরেছেন ঋষভ পন্ত এবং পেসার যশ দয়াল।

দিলীপ ট্রফির মাঝেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা করল বিসিসিআই। পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হওয়ার পর সুস্থ্য হয়ে আবারো লাল বলে ফিরছেন পন্ত।

মাঝে ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন। তার আগে আইপিএলেও খেলেছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। পন্তের সঙ্গে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন ধ্রুব জুরেল।

রোহিত ছাড়াও ওপেনার হিসেবে রয়েছেন জশস্বি জয়সওয়াল। তিন নম্বরে নামতে পারেন শুভমন গিল। এছাড়াও, দলে ফিরেছেন বিরাট কোহলি। দলে চার স্পিনারের সাথে আছেন চারজন পেসার।

সেজু