ইনজুরিতে মুশফিক, ছিটকে গেলেন আফগানিস্তান সিরিজ থেকে

ক্রিকেট
এখন মাঠে
0

আঙুলের ইনজুরিতে পড়ায় আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম।

২০১৫ সালের পর প্রথমবারের মতো ব্যাটিং অর্ডারে ছয়ের নিচে খেলছেন করেছেন মুশফিক। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলের ব্যাটিং বিপর্যয়ের পরও কেনো লোয়ার অর্ডারে মুশফিক সেটা নিয়ে প্রশ্ন ছিল।

প্রশ্ন ছিল মুশফিকের আউট হওয়ার ধরণ নিয়েও। অবশেষে জানা গেলো আসল কারণ।

আফগানিস্তান ইনিংসের শেষ দিকে উইকেট কিপিং করার সময় বাঁ হাতের আঙুলে চোট পান মুশফিকুর রহিম। পরীক্ষা-নিরীক্ষার পর আঙুলের হাড়ে চোট ধরা পড়ায় ছিটকে গেছেন সিরিজ থেকে।

অনিশ্চয়তা দেখা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলা নিয়েও।

এসএস