রাওয়ালপিন্ডির রান প্রসবা স্টেডিয়ামে বাংলাদেশি বোলারদের উপর প্রাধান্য বিস্তার করে দারুণ এক সেঞ্চুরি করেছেন কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে বাংলাদেশের চেয়ে কম ম্যাচ খেলে ৬ সেঞ্চুরি হজম করেনি আর কোনো দল। এই সেঞ্চুরি দিয়েই শচীন টেন্ডুলকারের বিশ্বরেকর্ড ভাঙ্গলেন কিউই অলরাউন্ডার।
২৫ বছর বয়সে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এতদিন সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল শচীন টেন্ডুলকারের ৩টি। কিউই অলরাউন্ডার রবীন্দ্র আইসিসি টুর্নামেন্টে নিজের চতুর্থ সেঞ্চুরি করে টপকে গেলেন মাস্টার ব্লাস্টার শচীন টেনডুলকারকে। ২০২৩ বিশ্বকাপে পেয়েছিলেন তিন সেঞ্চুরি। আর রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ১০৫ বলে ১১২ রানের দুর্দান্ত এক ইনিংস।
নিউজিল্যান্ডের রেকর্ডের ইতিহাসেও গড়েছেন নতুন কীর্তি। পেছনে ফেলেছেন অন্যতম সেরা কিউই ব্যাটার কেইন উইলিয়ামসনকে। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির সময় উইলিয়ামসনের বয়স ছিল ২৬ বছর ২৯৮ দিন। বাংলাদেশের বিপক্ষে রাচিন সেঞ্চুরি পেয়েছেন ২৫ বছর ৯৮ দিনে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডও এখন তার।
আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে ১১২ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি চারটি সেঞ্চুরির মালিক হয়েছেন রাচিন রবীন্দ্র। সেই সাথে কিউইদের ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে গড়েছেন দ্রুততম ১০০০ রানের কীর্তি।