টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে সুজনের পছন্দ লিটন-তাসকিন

ক্রিকেট
এখন মাঠে
0

টেস্ট সিরিজ ছাপিয়ে আলোচনায় টি-টোয়েন্টির অধিনায়ক ইস্যু। সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনের পছন্দের তালিকায় এগিয়ে লিটন দাস-তাসকিন আহমেদরা। অন্যদিকে পিএসএলে সুযোগ কিংবা এনওসি পাওয়াকে বড় করে দেখার সুযোগ নেই বরং পারফর্ম করাটাই মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন তিনি।

ইঙ্গিত কিংবা গুঞ্জন সত্যি করে টি-টোয়েন্টির অধিনায়ক ছেড়েছেন শান্ত। খবরটা পুরনো। এরপর কয়েকমাস কেটে গেলেও নতুন অধিনায়কের নাম এখনো চূড়ান্ত হয়নি। অথচ বছর ঘুরলেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সঙ্গত কারণেই ঘরের মাঠে টেস্ট সিরিজ ছাপিয়ে সবার আগে আলোচনায় টি-টোয়েন্টির ক্যাপ্টেন ইস্যু।

ক্যাপ্টেন হিসেবে বোর্ডের সাবেক ডিরেক্টর সুজনের টপ লিস্টে সবার আগে লিটন। তবে শর্ত ডানহাতি এই ব্যাটারকে ফিরতে হবে ফর্মে। পাশাপাশি নিয়মিত পারফর্মার তাসকিনকে এগিয়ে রাখছেন তিনি। দেশসেরা এই পেসারের আকরাম-কামিন্স-বুমরাহদের কাতারে যাবার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।

খালেদ মাহমুদ সুজন বলেন, ‘কোনো ফাস্ট বোলার দলকে নেতৃত্ব দিতে পারবে না, কথাটা একদমই ঠিক নয়। যদি সে ইঞ্জুরিতে পড়ে তাহলে, ভাইস-ক্যাপ্টেন তো থাকবেই, সে দায়িত্ব পালন করবে।’

তবে অফ ফর্মে থাকলেও পিএসএলে ডাক পেয়েছেন লিটন। মিলেছে ছাড়পত্রও। তবে এতটুকুতেই খুশি নন সুজন।

সুজন বলেন, ‘লিটন যদি খেলে এবং ম্যাচ জেতাতে ভূমিকা রাখতে পারে তাহলে সেটা দারুণ একটা ব্যাপার হবে দলের জন্য।’

ঘুরেফিরে আবারো জিম্বাবুয়ের সিরিজ। ঘরের মাঠে আগেরগুলোতে দাঁড়াতেই পারেনি আফ্রিকান।দলটি। সেখানে আসন্ন সিরিজে আসলেই কি কিছু পাওয়ার আছে?

সুজন আরো বলেন, ‘আমার মনে হয় না আমাদের এই কন্ডিশনে তারা আমাদের সামনে দাঁড়াতে পারবে। আমরা অনেক শক্তিশালী দল। আমরা সাম্প্রতিক সময়ে পারফর্ম করতে পারছি না বলে হয়তো একটু কথা হচ্ছে।’

সুজন মনে করেন বাংলাদেশ ভালো দল তবে পারফর্ম করতে পারছে না। দ্রুতই এই খারাপ সময় কেটে যাবে এমনটাই প্রত্যাশা তার।


এসএইচ