৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং শুরু করেছিলেন হেড। বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের দ্বাদশ টেস্ট সেঞ্চুরির দেখা পান এ ওপেনার। এই সেঞ্চুরিতে ইতিহাসের নবম ক্রিকেটার হিসেবে এক সিরিজে ৬০০’র বেশি রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
আরও পড়ুন:
এদিকে পার্থ, অ্যাডিলেড ও সিডনিতে সেঞ্চুরির মাধ্যমে এক টেস্ট সিরিজে ৩ সেঞ্চুরির অভিজাত রেকর্ডেও নাম লিখিয়েছেন হেড। দীর্ঘ ২৪ বছর পর ঘরের মাঠে প্রথম ওপেনার হিসেবে অ্যাশেজে ৩ সেঞ্চুরির এ কীর্তি গড়লেন তিনি।
একইসঙ্গে অ্যাশেজের ইতিহাসে চতুর্থ দ্রুততম দেড়শ রানের রেকর্ড গড়ার পথে এ ওপেনার ভেঙেছেন স্যার ডন ব্র্যাডম্যানের ৯৬ বছরের পুরনো রেকর্ড। এছাড়া বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার সাতটি ভিন্ন ভেন্যুতে টেস্ট সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন ট্রাভিস হেড।





