স্কটল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

স্কটল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
ক্রিকেট
এখন মাঠে
0

নারী বিশ্বকাপ বাছাইয়ে আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দু'দলের ম্যাচটি শুরু হবে বিকেল ৩ টায়।

টানা দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে নিগার সুলতানার দল। স্কটিশদের হারাতে পারলে মূল পর্বের আরও কাছে যাবে লাল-সবুজ প্রতিনিধিরা।

এবারের বাছাইয়ে এখন পর্যন্ত বাংলাদেশ দুই ম্যাচ খেললেও, স্কটল্যান্ড খেলেছে তিন ম্যাচ। এরমধ্যে দুটিতে জিতলেও একটিতে হেরেছে দলটি। ছয় দলের বাছাই পর্ব থেকে দুটি দল খেলবে মূল পর্বে।

এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রায় হারতে বসা ম্যাচে জয়ের নায়ক ছিলেন রিতু মনি।

প্রথমে ফিল্ডিং করতে নেমে আইরিশ ওপেনার সারাহ ফোর্বসকে রান আউট করেন নাহিদা আক্তার। এরপর দলীয় ৫৬ রানে আগের ম্যাচে ৫ উইকেট পাওয়া জান্নাতুল ফেরদাউসের শিকার হয়ে ২৪ রান করে ফেরেন গ্যাবি লিউইস। তবে লরা ডিলানির হাফ সেঞ্চুরিতে ২৩৫ রান তোলে আইরিশরা।

রান তাড়া করতে নেমে দুই রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে রিতু-ফাহিমারা। শারমিন আক্তার ও অধিনায়ক জ্যোতির ৫২ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠলেও ডিলানি বলে শারমিনের বিদায়ে খেই হারায় বাংলাদেশ।

অর্ধশতক করে বিদায় নেন ক্যাপ্টেন জ্যোতিও। তবে নবম উইকেটে দারুণ ব্যাটিং করে রিতু।


এএইচ