ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে সুযোগ পেয়েছেন স্যাম কুক। সাথে অভিষেকের অপেক্ষায় আছেন আরেক তরুণ জর্ডান কক্স। কুক কাউন্টি ক্রিকেটে ১৯ দশমিক ৭৭ গড়ে নিয়েছেন ৩১৮ উইকেট।
এছাড়া ইংল্যান্ড লায়ন্সের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে নিয়েছেন ৩ ম্যাচে ১৩ উইকেট। দীর্ঘদিন বিরতির পর দলে ফিরছেন জশ টাং।
সবশেষ ২০২৩ সালের অ্যাশেজ সিরিজে লর্ডসে খেলেছিলেন তিনি। ইংল্যান্ড-জিম্বাবুয়ে একমাত্র টেস্টটি হবে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে।