নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে অধিনায়ক সোহান; লক্ষ্য সিরিজ জয়

নুরুল হাসান সোহান এবং অনুশীলনে ব্যস্ত নিউজিল্যান্ড 'এ' দলের খেলোয়াড়রা
ক্রিকেট
এখন মাঠে
0

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মুস্তাফিজের পরিবর্তে শেষ মুহূর্তে দলে জায়গা পেয়েছেন খালেদ আহমেদ। সিরিজের কোচ মিজানুর রহমানের লক্ষ্য পাইপলাইন জাতীয় দলের জন্য ক্রিকেটার প্রস্তুত রাখা আর অধিনায়ক সোহান চান সিরিজ জিততে।

বাংলাদেশ 'এ' দল যেন জাতীয় দলেরই ছায়াদল। অথচ নিউজিল্যান্ড স্কোয়াডের প্রায় সবাই অচেনা। শেষ মুহূর্তে মুস্তাফিজের নাম সরিয়ে নেয়া হলেও, কাটার মাস্টারের স্থলাভিষিক্ত হয়েছেন জাতীয় দলের সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে টেস্ট খেলা খালেদ আহমেদ। তরুণদের রেখে কেন জাতীয় দলের খেলোয়াড়দেরকেই প্রাধান্য দেয়া হলো? 'এ' দলের কোচ মিজানুর রহমান অবশ্য সেই ব্যাখ্যা দিয়েছেন.

মিজানুর রহমান বাবুল বলেন, ‘জাতীয় দলের অনেকেই খেলছে, এটাই হওয়া উচিৎ। আমরা এমনভাবে পারফর্ম করতে চাই যেন এখান থেকে কিছু খেলোয়াড় আমরা জাতীয় দলের জন্য তৈরি করে রাখতে পারি, যেন যেকোনো সময় প্রয়োজনে তারা জাতীয় দলকে সেই সার্ভিসটা দিতে পারে।’

জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের পারফরমেন্স দেখতে মূল দলের হেড কোচ ফিল সিমন্সও হাজির হবেন সিলেটে। 'এ' দলের কোচ বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। টাইগার টিমের ক্যারিবীয় কোচের পরামর্শেই 'এ' দলের পরিকল্পনা সাজাবেন বলে জানিয়েছেন তিনি।

মিজানুর রহমান বলেন, ‘সিমন্স আসছেন, তিনি প্রথম ম্যাচটি দেখবেন। হয়ত কথা হবে। ওনার কী চাওয়া, কী সাজেশন তার আদলেই তো আমরা কাজ করবো। তার দলটাকে সমৃদ্ধ করার জন্য আমরা যতটা সম্ভব সাপোর্ট দেয়ার চেষ্টা করবো।’

কোচদের লক্ষ্য ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্স হলেও 'এ' দলের অধিনায়ক নুরুল হাসান সোহান অবশ্য দলগত পারফরমেন্সকেই গুরুত্ব দিচ্ছেন।

নুরুল হাসান সোহান বলেন, ‘আমি সবসময়ই বলি যে ক্রিকেট একটা দলীয় খেলা, টিম হওয়াটা অনেক বেশি জরুরি। আমরা আলাদা আলাদা খেলেছি তবে সবাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। আমার মনে হয় আমাদের সবার লক্ষ্যটা একই। আমরা একটা টিম হয়ে খেলতে চাই।’

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সোমবার নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে মাঠে নামবে সোহানরা। ওয়ানডে সিরিজ শেষে দুটি চারদিনের ম্যাচেও মুখোমুখি হবে দু'দল।

এসএইচ