নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

প্র্যাকটিসে ব্যস্ত বাংলাদেশ দল
ক্রিকেট
এখন মাঠে
0

সিলেটে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ও চারদিনের ম্যাচের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। যথারীতি অধিনায়ক হিসেবে থাকছেন নুরুল হাসান সোহান।

দুই ফরম্যাটেই সুযোগ পেয়েছেন গেলো জাতীয় ক্রিকেট লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক অমিত হাসান ও পেসার মুকিদুল হাসান মুগ্ধ। ওয়ানডে স্কোয়াডে থাকা প্রায় সকলেরই আছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা।

জাতীয় দলের টি-টোয়েন্টিতে সুযোগ না পাওয়া আফিফ হোসেন ধ্রুব ও নাসুম আহমেদ আছেন স্কোয়াডে। এছাড়াও চারদিনের ম্যাচের দলে আছেন সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে থাকা ছয় ক্রিকেটার।

সাদা পোশাকের ১৫ সদস্যের স্কোয়াডে সুযোগ পেয়েছেন ৫ ওপেনার ও ৭ জন বোলার , নেই কোন বিশেষজ্ঞ অলরাউন্ডার

এএইচ