গেলো বুধবার (৭ মে) লর্ডসে বার্ষিক সাধারণ সভায় ঘোষণা করা হয় ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসির পরবর্তী সভাপতির নাম।
বর্তমান প্রধান মারভিন কিংয়ের উত্তরসূরী হিসেবে যোগ দেবেন স্মিথ। ক্রিকেট আইন প্রণয়নের অভিভাবক সংস্থা এমসিসি সভাপতি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সম্মানজনক পদগুলোর একটি।
ইংল্যান্ডের জার্সি গায়ে ৩ টেস্ট খেলেছেন স্মিথ। যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪ সেঞ্চুরি ও ৫৪টি অর্ধশতকে প্রায় ১৩ হাজার রান করেছেন সাবেক এই ক্রিকেটার।