ভারত-পাকিস্তানের মধ্যেকার সামরিক সংঘাতের পর গত সপ্তাহের বৃহস্পতিবার স্থগিত করা হয়েছিল আইপিএলের খেলা। এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল।
চেন্নাই, হায়দরাবাদ কিংবা ধর্মশালায় কোনো ম্যাচ রাখা হয়নি। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্মৌ, মুম্বাই ও আহমেদাবাদে। পাঞ্জাব তাদের দুই হোম ম্যাচ খেলবে জয়পুরে গিয়ে।
বিরতির পর আইপিএলে মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্লে অফের ভেন্যু পরে জানাবে বিসিসিআই।
২৯ মে হবে প্রথম কোয়ালিফায়ার, ৩০ মে এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন।