পিএসএল দিয়ে মাঠে ফিরছেন সাকিব; খেলবেন লাহোর কালান্দার্সে

সাকিব আল হাসান
ক্রিকেট
এখন মাঠে
0

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে আবারো ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের মাঝপথে সাকিবকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।

ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হয়ে যায় পিএসএলের আসর। যদিও ১৭ মে থেকে আবারো মাঠে ফিরছে ফ্র্যাঞ্চাইজি লিগটি। 

তবে এ মুহূর্তে ঝুঁকির কথা মাথায় রেখে অনেক বিদেশি ক্রিকেটাররাই খেলার জন্য অনীহা প্রকাশ করেছেন। যে কারণে বিদেশি ক্রিকেটারদের খরায় পড়েছে পিএসএল। 

গুঞ্জন আছে বিদেশি ক্রিকেটার আনতে আবারো প্লেয়ার্স ড্রাফট করতে পারে ম্যানেজমেন্ট কমিটি।

এদিকে আসরটিতে এর আগে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। যার অভিষেক হয়েছিলো ২০১৬ সালে। 

সবকিছু ঠিক থাকলে দীর্ঘ ৬ মাস পর মাঠে ফিরবেন টাইগারদের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই ক্রিকেটার। 

যদিও এ আসরে খেলতে বিসিবির অনাপত্তিপত্র লাগবে সাকিবের। এনওসি পেলেই খেলার সুযোগ পাবেন তিনি।

এসএইচ