আমিরাত সিরিজ: দুবাইয়ে অনুশীলন সারলো বাংলাদেশ

দুবাইয়ে প্রথম অনুশীলনে বাংলাদেশ
ক্রিকেট
এখন মাঠে
0

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রথমবার দুবাইয়ে অনুশীলন সেরেছে বাংলাদেশ দল।

দুবাইতে ফ্লাড লাইটের আলোতে ক্যাচিং অনুশীলন সেরেছে টিম টাইগার্স। প্রধান কোচ ওটিস গবসন ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের অধীনে এই অনুশীলন সারে লাল সবুজের প্রতিনিধিরা।

আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

এই সিরিজ দিয়েই নতুন অধিনায়ক লিটন দাস ও সহ অধিনায়ক শেখ মাহাদীর নেতৃত্বে সিরিজ খেলবে লাল-সবুজরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপকে সামনে রেখে মিশন শুরু করবে টাইগাররা।

সেজু