বাংলাদেশ-আমিরাত সিরিজ নির্ধারণী ম্যাচ আজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি
ক্রিকেট
এখন মাঠে
0

শারজায় সিরিজ নির্ধারণী ম্যাচে আজ (বুধবার, ২১ মে) রাত ৯টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ইতিহাস গড়া জয় পায় আরব আমিরাত। শেষ পর্যন্ত পূর্বপরিকল্পনায় না থাকলেও সিরিজের যোগ হওয়া সবশেষ টি-টোয়েন্টি ম্যাচেই ভাগ্য নির্ধারণ হবে সিরিজের।

ক্রিকেটে বাংলাদেশের টি-টোয়েন্টি পরীক্ষা চলছেই। সাদা বলের সংক্ষিপ্ত সংস্করণে বড় দলগুলোর সাথে বরাবরই ব্যর্থতায় জর্জরিত বাংলাদেশ। তবে এবার ছোট দলগুলোর বিপক্ষেও যুক্ত হয়েছে ব্যর্থতার ধারাবাহিকতা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২০৫ রান করেও হার সেই ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন।

প্রথম ম্যাচে হারের শঙ্কা জাগলেও ইনিংসের শেষ ওভারে বোলাররাই ম্যাচ জিতিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঠিক তার উল্টোচিত্র। শেষ দুই ওভারে ২৯ রান ডিফেন্ড করার সহজ সমীকরণ মেলাতে পারেননি শরিফুল ইসলাম-তানজিম সাকিবরা। আরব-আমিরাতের ব্যাটারদের চেপে ধরার পরিবর্তে নিয়ন্ত্রণহীন বোলিং আর খাপছাড়া ফিল্ডিংয়ে জয় উপহার দেয় স্বাগতিকদের। ফলশ্রুতিতে প্রথমবারের মতো বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়া জয়ে সিরিজে সমতা ফেরায় সংযুক্ত আরব আমিরাত।

দ্বিতীয় টি-টোয়েন্টির শেষ মূহুর্তের দৃশ্যনাট্য অবশ্য বাংলাদেশের জন্য নতুন নয়। একাধিক বার জিততে জিততে হেরে যাওয়ার পরিসংখ্যানে তাই বারবার প্রশ্ন ওঠে সমস্যাটা আসলে দক্ষতায় নাকি মানসিকতায়?

মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘খেলাটাতো আসলে মাথার। আমরা কতটা লজিক্যাল ক্রিকেট খেলছি সেটা গুরুত্বপূর্ণ। আমরা কখনো কখনো লজিক ছাড়া ক্রিকেট খেলি।’

আরব আমিরাত সিরিজকে পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবেই নিয়েছিলো বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে হেরে নিজেরাই যেনো নিজেদের আত্মবিশ্বাসের পোস্টমর্টেম করেছে। শেষ ম্যাচের আগে তাই সিরিজ বাঁচানোর পাশাপাশি পাকিস্তান সিরিজের প্রস্তুতি আর আত্মবিশ্বাস ফিরে পেতে ত্রিমুখী সমাধানের পথ খুঁজতে হবে টাইগারদের।

এসএইচ