পাকিস্তান সিরিজ: দল থেকে বাদ পড়লেন সৌম্য

বাংলাদেশ ক্রিকেট দলের বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার
ক্রিকেট
এখন মাঠে
0

ইনজুরির কারণে পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটারের পরিবর্তে দলে ডাক পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।

সংযুক্ত আরব সিরিজের দলে থাকলেও তিন ম্যাচেও মাঠে নামতে পারেননি সৌম্য সরকার। পরবর্তীতে বিসিবি থেকে জানানো হয় পিঠের ব্যথায় ভুগছেন সৌম্য। আরব আমিরাত সফরের প্রায় পুরোটা জুড়েই ইনজুরি ক্যারি করেছেন তিনি।

বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম খান ইনজুরি পর্যবেক্ষণ করে জানিয়েছেন, সুস্থ হতে ১০ থেকে ১২ দিন রিহ্যাবিলিটেশনে থাকবে হবে জাতীয় দলের এই ক্রিকেটারকে। অর্থাৎ পাকিস্তান সিরিজে সম্পূর্ণ ফিট সৌম্যকে পাওয়া যাবে না।

এই ওপেনারের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করা মেহেদি হাসান মিরাজ।

সেজু