পিএসএল ফাইনালে আজ মুখোমুখি লাহোর-কোয়েটা

আজ মুখোমুখি লাহোর ও কোয়েটা
ক্রিকেট
এখন মাঠে
0

পাকিস্তান সুপার লিগের ফাইনালে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে আজ (রোববার, ২৫ মে) রাত সাড়ে ৮টায়।

খাদের কিনারা থেকে প্লে অফ নিশ্চিত করে টানা ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে লাহোর। সাকিব আল হাসান ও রিশাদ হোসেন শেষ দুই ম্যাচ খেললেও ডাগ আউটেই ছিলেন মেহেদি হাসান মিরাজ।

ফাইনালেও রিশাদ খেলবেন তা একপ্রকার নিশ্চিতই। যদিও তিন ম্যাচের দুই ডাক ও ১ উইকেট নিয়ে নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব।

শিরোপা নিষ্পত্তির লড়াইয়ে টিম ম্যানেজমেন্ট তাকে মাঠে রাখে কি না দেখার বিষয়। সাকিবকে বসালে ফাইনালে মাঠে নামার সুযোগ পেতে পারেন মিরাজ।

কালান্দার্সের দুই শিরোপার বিপরীতে গ্ল্যাডিয়েটোর্স চ্যাম্পিয়ন হয়েছে একবার। সেটিও ২০১৯ সালে।

সেজু