পিএসএল: কোয়েটাকে হারিয়ে চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স

জয়ের পর লাহোর কালান্দার্স
ক্রিকেট
এখন মাঠে
0

পাকিস্তান সুপার লিগের দশম আসরের ফাইনালে ১ বল ও ৬ উইকেট হাতে নিয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দেয়া বড় লক্ষ্য তাড়া করে জিতেছে লাহোর কালান্দার্স। শাহিন শা আফ্রিদির নেতৃত্বে সাকিব আল হাসান, রিশাদ হোসেন, মেহেদি হাসান মিরাজদের কালান্দার্স তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে।

গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারালেও পঞ্চাশোর্ধ রান করে গ্ল্যাডিয়েটর্স।

সেখান থেকে হাসান নওয়াজের ৭৬ রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়ার পর শেষ দিকে ফাহিম আশরাফের ৮ বলে ২৮ রানের ঝড়ে ২০১ রানের সংগ্রহ পায় কোয়েটা।

লাহোরের বাংলাদেশিদের মধ্যে কেবল রিশাদ সুযোগ পান। ৪ ওভার হাত ঘুরিয়ে ৪২ রানে ১ উইকেট নেন এই লেগি। বড় সংগ্রহ তাড়ায় শুরু থেকে আক্রমণাত্মক খেললেও একপর্যায়ে শেষ ২০ বলে ৫৭ রানের কঠিন সমীকরণের সামনে পরে তারা।

সেখান থেকে লঙ্কান ব্যাটার কুশল পেরেরার ৬২ ও সিকান্দার রাজার ৭ বলে ২২ রানে ম্যাচ নিজেদের করে কালান্দার্স। টসের মাত্র ১০ মিনিট আগে ইংল্যান্ড থেকে এসে ব্যাট ও বল হাতে পারফর্ম করে জয়ের অন্যতম নায়ক রাজাই।

সেজু