বাংলাদেশের প্রথম অনুশীলন লাহোরে, প্রস্তুত মিরাজ-রিশাদরাও

বাংলাদেশের প্রথম অনুশীলন লাহোরে
ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে সোমবার (২৬ মে) লাহোরে প্রথমবারের মতো দলীয় অনুশীলন করেছে বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন পিএসএল খেলতে পাকিস্তানেই ছিলেন। বহরের দ্বিতীয়ভাগে দিনের বেলা পৌঁছানোর পর সন্ধ্যায় অনুশীলনে নামে টাইগাররা।

দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শন টেইট। নিয়োগ পাওয়ার পর প্রথমবার যোগ দিয়েছেন দলের সঙ্গে।

দলের সঙ্গে যুক্ত হয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। এই সিরিজে তার অভিজ্ঞতা হবে দলের জন্য বাড়তি পাওয়া।

তিন ম্যাচের এই সিরিজ দিয়েই পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে। সিরিজ শুরু হবে আগামী ২৮ মে। ৩০ এবং ১ তারিখ হবে বাকি দুই ম্যাচ। সিরিজের সব কটি খেলা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

সেজু