আরও একবার ব্যাটিং ব্যর্থতায় ডুবলো বাংলাদেশ ক্রিকেট দল। লাহোরের ব্যাটিং স্বর্গে পাক বোলারদের একে একে উইকেট উপহার দিয়ে ৩৭ রানে ম্যাচ হারে লাল সবুজরা। ১০০ থেকে ১৬৪ রান করতে গিয়ে শেষ আট উইকেট হারায় তামিম-লিটনরা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক লিটন দাসের কণ্ঠে হতাশার সুর। তবে বাকি ম্যাচগুলোতে নিজেদের সেরাটা দিতে চান লিটন।
তিনি বলেন, ‘আমরা ভালো বোলিং, ব্যাটিং, ফিল্ডিং করতে পারিনি। আমি কিছু বলছি না। তবে আমাদের শক্তিশালীভাবে ফিরে আসতে হবে। এখনও দুটি খেলা বাকি আছে।’
ম্যাচ জিততে তিন বিভাগেই ভালো করতে চান বাংলাদেশ অধিনায়ক। ভালো উইকেটে ম্যাচ হারার পেছনে ব্যাটারদের বাজে ব্যাটিংকেই দায়ী করলেন তিনি।
লিটন দাস বলেন, ‘শুধু বোলিং বা ব্যাটিং নয়, আপনাকে ভালো ফিল্ডিংও করতে হবে। উইকেট ব্যাট করার জন্য বেশ ভালো ছিল। আমরা মিডল ওভারগুলোতে ভালো ব্যাটিং করতে পারিনি।’
দল হারলেও জাকের আলী অনিককে প্রশংসায় ভাসিয়েছেন লিটন। দলীয় পারফরম্যান্স ছাড়া ম্যাচ জয় সম্ভব নয় বলে মনে করেন তিনি।
লিটন দাস বলেন, ‘জাকের আলি গত এক বছর ধরে সত্যিই ভালো খেলেছে। সে এই মুহূর্তে দলের মূল খেলোয়াড়। কিন্তু একজন খেলোয়াড় খেলা জেতাতে পারে না। আমাদের সবার অবদান রাখতে হবে।’
এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ২০১ রান করে স্বাগতিকরা। আর তাতেই লাহোরে তিন ম্যাচের সিরিজের প্রথমটি জিতে ১-০ তে এগিয়ে যায় পাকিস্তান। লিটন দাস তার সামর্থ্য প্রমাণ করলেও ফিফটি মিসের আক্ষেপে পুড়েন। ব্যাটারদের ব্যর্থতায় ১৬৪ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। মাত্র ৩০ রান দিয়ে হাসান আলি শিকার করেন ৫ উইকেট।