আজ নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল

শ্রেয়াস আইয়ার, বিরাট কোহলি
ক্রিকেট
এখন মাঠে
0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে নতুন এক চ্যাম্পিয়ন পাচ্ছে ক্রিকেটপ্রেমীরা। আইয়ারের পাঞ্জাব দলের জন্য অপেক্ষা করছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দু’দলের লড়াই শুরু আজ (মঙ্গলবার, ৩ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায়।

আইপিএলের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। প্রায় এক দশকের অপেক্ষা ঘুচিয়ে অবশেষে ফাইনালে নাম লেখালো পাঞ্জাব। রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত ইনিংসে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপার লড়াইয়ে পৌঁছে যায় দলটি।

আইপিএল ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনটি ভিন্ন ভিন্ন দলকে ফাইনালে নিয়েছেন শ্রেয়াস আইয়ার। গেলোবার কলকাতা নাইট রাইডার্সকে দিয়েছিলেন শিরোপার স্বাদ। এর আগে দিল্লিকেও চ্যাম্পিয়নের খেতাব এনে দেন আইয়ার।

এবারের আইপিএল নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে। কারণ দুই ফাইনালিস্ট বেঙ্গালুরু ও পাঞ্জাব আগে কখনো চ্যাম্পিয়ন হয়নি। যদিও দুই দলই এর আগে ফাইনাল খেলার স্বাদ পেয়েছে। বেঙ্গালুরু তিনবার এবং পাঞ্জাব একবার।

বেঙ্গালুরুর দুর্ভাগ্য এর আগে তিনবার ফাইনালে উঠে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। এরপর ৯ বছর বিরতি দিয়ে আবারো উঠলো ফাইনালে। সবশেষ ২০১৬ সালে ফাইনালে তারা হারে মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদের কাছে।

পাঞ্জাব কিংসেরও আইপিএলে সাফল্য শূন্য। ২০১৪ সালে ফাইনালে উঠলেও সেবার পাঞ্জাব হেরেছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের কাছে।

মঙ্গলবার আহমেদাবাদে অনুষ্ঠিত হবে এবারের মেগা ফাইনাল।

এসএস